ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

সারাদেশে বৃষ্টি ও বজ্রপাতের বার্তা দিল আবহাওয়া অফিস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১০ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:৫০, ১০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

দেশের মধ্য অঞ্চলের জেলাগুলোর ওপরে আজ রোববার (১০ আগস্ট) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শনিবার (৯ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, শনিবার দুপুর ৩টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ দেশের মধ্যঅন্বচলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দুপুর সাড়ে তিনটার পর থেকে রোববার (১০ আগস্ট) সকাল ৮টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুরা জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত চলছিল যা সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, নাটোর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে।

রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।

বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

চট্রগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্রগ্রাম বিভাগের কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে।

ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে।

সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের সকল জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি